মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ অপরাহ্ন

পাষাণ বুক হাসিমুখ কসাই আমিই-ডা. নূরুল হাসান বাবু

পাষাণ বুক হাসিমুখ কসাই আমিই-ডা. নূরুল হাসান বাবু

পাষাণ বুক হাসিমুখ কসাই আমিই
ডা. নূরুল হাসান বাবু

মাঝে-মাঝে ভীষণ.. ভীষণ
ক্রোধ জাগে আমারো !
মনে হয় ছুঁড়ে ফেলি এই ষ্টোটো-এপ্রন ..
অসন্মানের গালে করি কঠিন চপেটাঘাত
উজবুকদের মত শক্ত বুটের শক্তির ক্ষমতার করি উন্মাদন
বিবেকহীন বিবেচনায়..
এটেনশন দাঁড় করে রাখি দুয়ারে আমার
কালো চশমায় অন্ধকারে খুঁজে দেখি
দাপুটে দানবের কী সুখ..!
আমি তা পারিনা-
কারো কষ্টের কান্না বা জীবনের আনন্দ হাসিতে সব ,সব ভুলে যাই আবারো
আর্ত কারো কষ্ট, বেঁচে থাকার আকুতি রক্তে আমার ভীষণ ভীষণ অপরাধী করে তোলো!
আমি সব শূণ্য মস্তিক উম্মাদের গালি , অবহেলা , অপমান হাসিমুখ ঘৃণাকরি
ভয় নেই , আমি সব রক্তচোখ , বজ্রমুষ্ঠি আঘাতের যাতনা
রোগ শয্যায় ভালবেসেই ফিরিয়ে দেব
তালি ,বাহাবা ,স্বীকৃতি, পদকের ভিখেরীর দলে
আমি বড্ড বেমানান
আমার হৃদয়ের পূর্ণতায় করেছি শপথ
সামনের আমারই মত হাতল হারানো চেয়ারটা অনুমতিহীন দখলে ছেড়ে দেই সবার
ষ্টোটোর ডায়া টোকা দিয়ে খুঁজি হৃদয়ের যন্ত্রণা-ধ্বনী
কেউ কষ্টের কথা বলে, কেউ শোনায় দাপুটে শ্লোক
বাপ-দাদার ক্ষেত – ক্ষমতার ফিরিস্তি
আমি মাথা নীচু
ছোট ছোট আনন্দ জোড়া দিয়ে বাঁধি বেঁচে থাকায় জয়গান
কসাইয়ের তকমা পাষাণ বুক হাসিমুখ লুকিয়ে রাখি
আমি আবার পাতা ভরে লিখে যাই-
লুডিওমিল, প্যারাসিটামল, বাতিল সিগারেট

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge