পরিচারিকা এবং…
সুশান্ত নন্দী
বাড়ির কাজের মাসি
সবেতনে ছুটি,
ওরাও খাক ঘরেই বসে
গরম ভাত বা রুটি।
এই যে আসা যাওয়া
বিপজ্জনক বুঝি,
কে যে কি করছে বহন
কোথায় সেটা খুঁজি!
রান্না করেন যিনি
তারও ছুটি হোক,
একটু সেবা নাইবা পেলেন
শুনুন বড় লোক।
আমার,তোমার,সবার
ঝুঁকি থাকে এ-কাজে,
আমাদেরও পেন ডাউন
হয় যে মাঝে মাঝে।
সবেতনে ছুটি নিয়ে
নিজের হিসেব মেলাই,
কাজের মাসির বেলায় কেন
মাইনে কাটা চাই?
ছি!ছি!নাহোক এমনতরো
ওরাও মানুষ ভাই,
এ কটা দিন ওদের ছুটি
জানিয়ে দিও তাই।
আয়া মাসি,কেয়ার টেকার
আর দারোয়ান যারা,
ওরাও সচেতন-তায়
এবার পাক ছাড়া।
এই যে বসে আছি
বাড়িতে দিন রাত,
এইতো সুযোগ সবাই মিলে
লাগাই কাজে হাত।
নাহয় আজ রান্না করি
বাসন মাজি নিজে,
হোস্টেল বা মেসের স্মৃতি
পেতেই পারি খুঁজে।
একটু আয়ে চলছে ওদের
যুদ্ধ জীবন বাবা!
এই মানবিক ছুটি দিয়ে
রোজগারেতে থাবা?
এই ভাবনার কাজ বুঝি
অমানবিক বটে,
অসামাজিক তকমা এসে
লাগবে তাদের পিঠে।
সবুর করো এ কটা দিন
বেঁচে থাকলে পরে,
“করোনা”এসব কিছুই
ছন্দ ফিরুক ঘরে।