বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২১ পূর্বাহ্ন

পথ-সাজিয়া আফরিন সুমা

পথ-সাজিয়া আফরিন সুমা

পথ
সাজিয়া আফরিন সুমা

পথের মাঝে প্রথম দেখা
পথেই হলো শেষ।
সেই পথেই একলা আমি
দাঁড়িয়ে আছি বেশ

শূন্য পথে চেয়ে থাকি
শূন্য দুটি চোখে।
পথের মানুষ শুধায় মোরে,
পথের মাঝে দেখে

কোন পথে যাবি রে তুই??
কোথায় তোর দেশ??

পথ ভোলা এক পথিক আমি
পথের নেইকো শেষ।

তুই বিহনে মন কাঁদলে
পথেই এসে দাঁড়াই।
অজানা এক আকাঙ্খাতে
দুহাত খানি বাড়াই।

কেউ বলেনি পথের পানে
চেয়ে থাকিস না আর!
বন্ধুর এ পথখানি
করবি কেমনে পার।

পথের কাছে রেখে গেলাম
মনের আকুলতা।

পথকেই ভালবেসেছি তাই
পথেই সখ্যতা।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge