বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন

পথিক বেশে-আবু হানিফ জাকারিয়া

পথিক বেশে-আবু হানিফ জাকারিয়া

পথিক বেশে
আবু হানিফ জাকারিয়া

সেই পথেই আছি-
কোন এক পথিকের বেশে।
সুধাবে কি তব ভালোবেসে?
যে আমি খুঁজি দিনাতিপাত করে
মনের মানুষ নিয়ে আসব ঘরে।

ঘর আমার আজো শুন্যই পড়ে আছে
কোনোভাবেও খবর যায়না তোমার কাছে।
হে পথভোলা পথিক, কেন কর ভয়
এই আমি দেখাবো তোমায় সুপথ নিশ্চয়।

ঘর হবে, চাঁদেরকণা লুটিয়ে পড়বে সে ঘরে।
আনন্দাশ্রু দিয়ে বিমোহিত করব ক্ষণিকের তরে।
ভুলে যাব অতীত, ভুলে যাব কত কিছু
দু:খ বেদনারা আর নেবেনা আমাদের পিছু।

উদভ্রান্তের মত না ঘুরে আর চল করি অঙ্গীকার।
ভালোবাসাবাসিতে হোক দু’টি জীবন একাকার।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge