নুসরাত বিনতে ওয়াহিদ এর কবিতা বয়স যখন আঠারো
তোমার বয়স যখন আঠারো!
ঠিক তখন তুমি অনেক কিছুই
হারিয়ে ফেলবে জীবন থেকে।
তুমি অনেক ভুল করবে,
তুমি প্রতি পদে পদে ব্যর্থ হবে,
অনেক প্রিয় বন্ধু হারিয়ে ফেলবে,
তুমি নতুন করে অনেক কিছুই
অনুধাবন করতে পারবে।
তুমি আবেগ ছেড়ে বাস্তবতা
বুঝতে শুরু করবে,
হঠাৎ হঠাৎ তুমি নিজেই
নিজেকে চিনতে পারবেনা!
তোমার নিজেকে অচেনা লাগবে,
তুমি অনেক কঠিন সমস্যার সম্মুখীন হবে,
যেমন ধরো!
হতাশা,একাকীত্ব,, দুশ্চিন্তা
তোমাকে গ্রাস করে ফেলবে!
অনেক অজানার প্রতি কৌতুহল জাগবে,
যাদেরকে তুমি পৃথিবীর সবছেয়ে
বেশি আপনজন ভাবতে!
তারাও তোমার সাথে নিষ্ঠুরের
মতো আচরণ করবে,
বিশ্বাস ঘাতকতা করবে!
তুমি অনেক কষ্ট পাবে,
তুমি হঠাৎ এমন কিছু করে বসবে
যা করার চিন্তা তোমার সপ্নেও আসেনি!
আত্নহত্যা করার মতো জঘন্য
চিন্তা তোমার মাথায় চেপে বসবে,
তুমি সবসময় হতাশাগ্রস্ত হয়ে পড়ে থাকবে,
এই সমস্যার মধ্যে দিয়ে সবাই যায়,
কিন্তু কোনো মোটিভেশন
তোমাকে কিছু করতে পারবেনা।
তুমি না চাইলেও তোমার ভালোবাসা
থেকে পাওয়া কষ্টের কথা মনে পরবে।
তুমি নিজেকে কষ্ট দিবে সর্বক্ষন,
কিন্তু এই কষ্ট বেশিদিন থাকবে না।
এক বছর কিংবা দের বছর স্থায়ী হবে,
তারপর তুমি আবার আগের
অবস্থানে ফিরে যাবে,
আগের অবস্থানে ফিরে যাবার পর!
তুমি দেখবে তোমার সাথে কিছু
মুখুশধারী আবার নাটক করতে এসেছে!
তুমি তখন তাদের এই নাটককে
বাদ দিয়ে আবার চলতে শুরু করবে।
তুমি ভালো মন্দের বিচার করতে জানবে,
তুমি তোমাকে নতুনভাবে সৃষ্ঠি করবে।
তুমি জীবনের প্রতিটা ভুল!
শুধরে নিতে শুরু করবে,
তুমি মায়া কাটাতে শিখবে।
তোমার বয়স যখন আঠারো!
ঠিক তখনি তুমি অন্ধকার
ছেড়ে আলোতে আসবে,
তুমি পৃথিবী সম্পর্কে জানতে শুরু করবে,
আপন আর পরের মধ্যে
তুমি পার্থক্যতা বুঝতে পারবে।
তোমার থাকবেনা কোনো ভয়!
তুমি তখন কাঁদতে ভুলে যাবে,
তোমার বয়স যখন আঠারো!
ঠিক তখনি তুমি চলতে থাকবে
বাস্পের বেগে স্টিমারের মতো!
আসলে জীবনে কিছু কিছু
সময় কষ্ট পেতে হয়!
তা না হলে তুমি পৃথিবী নামক
গোল বৃত্তের রুপ রেখা বুঝতে পারবেনা।