আঙিনার ওপারে ছিল নীলমনি লতার সারি
ডানে দু’টি জহুরিচাঁপা,
চিরসবুজের গায়ে সাদা মেঘের কুন্ডলী
ময়ূরপঙ্খী ভোরে পুকুর জলে শীতল পাটিতে;
নিবিড় কুয়াশা
বিস্মিত আকাশ সোনালী রোদ ছেড়ে উল্লাসে
এমনি রোজপ্রাতে নাগেশ্বরী ফুল;
সুভাস ছড়াতো নীলমনি লতার বনে।
সেদিন অবেলায় কি যে হলো
গুড়ুগুড়ু বিষাদে আকাশ ডেকে গেল
আমরফোফালুস টিটানুম; সময়ের অপেক্ষায়
কচি সবুজ শিশির ভোরের আলোয়; বহুদিন
পৃথিবী ঘুমিয়ে পড়লো রাতের কোলে।
আকাশের তলে নক্ষত্রের মেলায়
নীলমনি লতার গা ঘেসে জহুরিচাঁপা গোঙ্গায় অযত্নে
উঠোন জুড়ে কূয়াশার আড়ালে,
করুণ চোখ ভুলে যায় পথ
নীলাভ জ্যোৎস্না স্বদর্পে নীল;
আছরে পরে তিতাসের জলে
সন্ধার বাতাসে উড়ে যায় শালিক
খড়কুটো পরে রয় নিশ্চুপ অশ্বথ তলে।
শুধু মনে পরে সেদিন,
বাতাবী লেবুর ঘ্রাণে;
সুভাসিত কুসুম কেমন জড়িয়ে ছিল প্রাণে।