নিরাশ বিশ্ব
রাশমিন জামান তানিক্স
সুধাংশুটি মুখ ঢেকেছে
সবমানুষের শোকে,
জননী যে অজ্ঞান হয়
পুত্র-কন্যা দুঃখে।
কুসুমটি আজ ফুটলো নাকো
বনানীর কোলজুড়ে,
নিশি দিচ্ছে যন্ত্রণা আজ
আমার মনের ঘরে।
কই সে মানুষ, যারা বলে
আল্লাহ কী জিনিস হয়?
আল্লাহ্ তায়ালার দয়ায় আছে
তাঁহার পরিচয়।
তাঁহার দয়ায় বেঁচে আছে
বিশ্ববাসী আজ,
নইলে কবেই ধ্বংস হতো
করতো না কেউ রাজ।
তিনি মোদেরএকমাত্ররব
মোদের পালনকর্তা,
তিনি আজি করবে মোদের
জীবনটাকে রক্ষা।