নাগরিক জীবন
সঞ্জীব দে
অন্ধকার ঘনিয়ে এলে সব রং এক হয়ে যায়
পাহাড় কিংবা মাটির স্তুপ!
বিদ্বান কিংবা অবিদ্বান সব! সব !
অন্ধকারের বাড়বাড়ন্তে লাল হলুদ নীল গোলাপরা
এক পাল্লায় জরো হয়!
এটাই বরং স্বাভাবিক কারণ
ঘোর অন্ধকারে চলে পেঁচা আর বাদুড়ের রাজত্ব
অবশেষে অস্তিত্বের তীব্র প্রসব যন্ত্রণায়
একদিন ভোর হয় আলো ফুটে! পাখি গায়
সব রং আপন মহিমায় জেগে ওঠে!
গোলাপের কদর ক্রনশই বাড়তে থাকে!
চোখের আলোয় ভেসে উঠে নাগরিক জীবন!