পাতাপ্রকাশ প্রতিবেদক >>
নর্থ ব্রিজ স্কুল, রংপুর এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুল ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিভিন্ন ইভেন্টে খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বিভাগীয় লেখক পরিষদ এর সভাপতি আলহাজ কাজী মো জুননুন ও সিটি প্রেসক্লাব, রংপুর এর সভাপতি স্বপন চৌধুরী । স্কুলের পরিচালক জাকির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শিফাত হোসেন, শাহরিয়ার শয়ন, সিনিয়র শিক্ষক সোনিয়া খাতুন, সেবা বেগম, সহকারী শিক্ষক জন্নাত আফরিন, মোসাম্মৎ রিমা আক্তার, আয়শা সিদ্দিকা প্রমুখ।