নভেল করোনা
আবিদ হাসান
আমি নভেল করোনা।
কোয়ারেন্টাইন, আইসোলেশন, আর শেষ নিশ্বাসে মরন
তবুও তো নেই পোস্টমর্টেম
নেই সৎকার, কোন পবিত্রতার আয়োজন
নেই কোন সময় নষ্ট, শুধু শ্বাসকষ্ট।
আমিই করোনা।
আমার ভালো নাম ‘নভেল করোনা’।
আমার জন্যই আজ সারা বিশ্ব অচল
নেই নাইট ক্লাবের নিয়ন আলোয় ব্যবসা।
নেই কোন মিছিল, মিটিং, কোন আয়োজন
রাজপথে আজ আমার শাসন।
আমি কোন ধনি গরিব বাছিনা
সকলের মনের গভীরে আমি এক মহা প্রলংঙ্কর।
মাস্ক, কি স্যানিটাইজার বা পিপিই
এসকল কিছুই আমায় বাধে না।
আমি শুধু জ্বর, সর্দি, গলা ব্যথা বা কাশিতেই সীমাবদ্ধ নই।
আমিও রূপ বদলাই, তোমাদের মত.. তোমরা যারা মানুষরূপী পিশাচ।
শক্তি সঞ্চয় করে আরও শক্তিশালী হই আমি।
শুধু ফুসফুস না, ব্রেনকেও নষ্ট করতে পারি আমি।
আমি নভেল করোনা।
কোভিড নাইনটিন আমার পরিচয়।