নতুন আলো ফুটবেই
এস এম সাথী বেগম
অন্ধকারে ভরে গেছে পৃথিবী
বিশ্বসংসার আর বিরাণ মরুভূমি
পাতাপুঞ্জের শিরায় শিরায়
চেয়ে দেখো অশনি সংকেত।
মানুষেরা ভুলে গেছে তারাও একদিন
চাষাবাদ করেছে মানবতার ফুল
আকাশের নীলে করেছে স্বর্গঠিকানা
মানুষ হয়ে গেলো আলাভুলা।
অদৃশ্য কেউ একজন এসে এলোমেলো করে
মানুষে মানুষে গেরো দিলো আলগা করে
বিশ্ববাগান হলো পরগাছা
অপদেবতাকে রুখবেই সেই সৃষ্টিকর্তা।
পৃথিবীতো তীর্থভূমি
নতুন আলো ফুটবেই।