বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন

দুস্থদের মাঝে নিত্যপণ্য বিতরণ

দুস্থদের মাঝে নিত্যপণ্য বিতরণ

দুস্থদের মাঝে নিত্যপণ্য বিতরণ
পাতা প্রকাশ প্রতিবেদক

রংপুরের কয়েকটি সাহিত্য-সংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে ও ব্যক্তিগত কয়েকজনের সহযোগীতায় রংপুর নগরীর কয়েকটি এলাকা মিলে একেবারে হতদরিদ্র পরিবার চিহিৃত করে ১০০ টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়েছে। প্রথম দফায় ৪ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ২ কেজি আলু ও ১ টি সাবান করে সরবরাহ করা হয়। দ্বিতীয় দফায় চাল ডাল আলু ও সাথে তেল প্রদান করার সিদ্ধান্ত হয়। এসব বিতরণে মৌচাক পরিবার, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ রংপুর মহানগর শাখা, জাতীয় কবিতা পরিষদ রংপুর ও পাশে আছি সংগঠন উদ্যোক্তা হিসেবে কাজ করে। বিতরণ ও প্যাকেটে উপস্থিত ছিলেন মৌচাক প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক রেজাউল করিম মুকুল, বিশিষ্ট কথাসাহিত্যিক, লেখক ও সংগঠক রানা মাসুদ, মৌচাক উপদেষ্টা ও রাজনৈতিক নেত্রী আলেয়া খাতুন লাভলী, মৌচাক উপদেষ্টা ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রনি, জাতীয় কবিতা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, অভিযাত্রিক সংগীত একাডেমীর পরিচালক গীতিকার ও শিল্পী ফারহান শাহীল লিয়ন, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন। সহযোগীতায় এগিয়ে আসেন পাশে আছি সংগঠনের পক্ষে হেলেন আরা সিডনি, বিশিষ্ট ছড়াকার আসাফা সেলিম, কবি কামরুন নাহার রেনু, মৌচাক উপদেষ্টা সাহিনা সুলতানা, অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুলসহ অনেকে।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge