বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ন

থমকে গেছে পৃথিবী-মোস্তফা ইমরুল

থমকে গেছে পৃথিবী-মোস্তফা ইমরুল

থমকে গেছে পৃথিবী
মোস্তফা ইমরুল

থমকে গেছে আজ পুরো পৃথিবী
থমকে গেছে সব কবিতার ছন্দ
থমকে গেছে ভালবাসা আবেগ
প্রশ্ন জিজ্ঞাসা ভাল আর মন্দ।
থমকে গেছে আকাশ নদী
সুবাসিত গোলাপের ঘ্রাণ
থমকে গেছে পাপিয়া টিয়া
কোকিল ময়নার পাখির গান।
বিচ্ছিন্ন প্রতিটি রাষ্ট্র ও শহর
বিচ্ছিন্ন মায়া মমতার বন্ধন
কেউ নেই পাশে যে ছিল কাছে
সৌহার্দ্য সম্প্রীতির ক্রন্দন।
কিলবিল করা আপনে চারপাশ
আজ হৃদয়ের উঠোনটাও শূণ্য
এক নিমিষে হলে তুমি একলা
সেলিব্রেটিও হচ্ছে অতি নগন্য।
কোথায় আজ এটম বোমার শক্তি?
মোড়লদের হুমকি আর হুংকার
কোথায় আজ মিথ্যে কথার বুলি
কুখ্যাত সন্ত্রাসীর অস্ত্রের ঝংকার?
হিংস্র থাবায় আজ ক্ষত বিক্ষত
পৃথিবীর তাবদ তামাম জনপদ
কবে ফুটবে হাসি সবার মুখে
কবে মুছবে হিংস্রতার এ ক্ষত।
আগামীর দিন হোক সবুজ সতেজ
মুছে যাক জীবনের সকল জরা
দুটি শালিক অধিকার পেয়ে
বলুক জীবন নদী সুখেই ভরা।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge