জাকির আহমদ সম্পাদিত ত্রৈমাসিক ছড়ার কাগজ রঙধনু’র ২২তম বর্ষপূর্তি সংখ্যা প্রকাশিত হয়েছে। আজ ১৭ আগস্ট রাতে জাকির আহমদ সম্পাদিত ওয়েব ম্যাগাজিন পাতাপ্রকাশ ডট কম এর মাধ্যমে তা প্রকাশিত হয়। ২০০১ সাল থেকে অনিয়মিতভাবে প্রকাশ হয়ে আসছিলো শুধুমাত্র ছড়ার এই ছোট কাগজটি। এতোদিন মুদ্রিত আকারে প্রকাশিত হলেও এবারই প্রথম ই-বুক আকারে প্রকাশিত হলো ত্রৈমাসিক ছড়ার কাগজ ‘রঙধনু’। এখন থেকে প্রতি তিন মাস পরপর ই-বুক আকারেই নিয়মিত প্রকাশিত হবে বলে জানানো হয় সম্পাদনা বিভাগ থেকে।
পড়তে ক্লিক করুন : ত্রৈমাসিক রঙধনুর ২২তম বর্ষপূর্তি সংখ্যা