ত্রিপুরা ভ্রমণ পর্ব-৫
সুশান্ত নন্দী
রাজরাজেশ্বরী মন্দির:
মুহুরীরপুরে পূজিত হন আঠারো হাতবিশিষ্ট দেবী রাজরাজেশ্বরী। ওই মূর্তির সঙ্গে আছে সূর্যদেব, মঙ্গলচন্ডী, গণেশ। মহারাজা বীরবিক্রম মানিক্যের আমল থেকেই এখানে এই চার দেবদেবীর অধিষ্ঠান। পূজারীর সাথে কথা বলে জানা গেছে, কোনো একসময় গরুর গাড়ি করে পিলাক থেকে দেবীর মূর্তিটি এখানে এনে স্থাপন করা হয়েছিল। ফেরার সময় শহীদ ধনঞ্জয় স্মৃতি ইকো পার্কটিও বেড়িয়ে নিতে পারেন। সেখানে ত্রিপুরার অনেক প্রাচীন জনজাতিদের সাথেও দেখা হয়ে যেতে পারে।