সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭ অপরাহ্ন

তোমার শীতল আহ্বানে-খলিল ইমতিয়াজ

তোমার শীতল আহ্বানে-খলিল ইমতিয়াজ

তোমার শীতল আহ্বানে
খলিল ইমতিয়াজ

চেনা শহরে অচেনা মৃত্যুদূত ঘোরাফেরা করে
চারদিক শুনশান লকডাউন-

এসো ছুঁইতে থাকি ধুসর বিকেল
পাশাপাশি হাঁটতে থাকি অচেনা লেকের পাড়ে
এ সময় তোমার শীতল আহ্বানে
মৃদু বাতাস বইতে থাকে লেকের এ পাড়ে।

তুমিও হাঁটতে থাকো, বিকেলও হাঁটতে থাকে
তুমিও হাসতে থাকো, নদীও হাসতে থাকে

হলুদ রঙ বরাবরই পছন্দ আমার
এই হেতু বুঝতে পারে হলুদ গোলাপ

যে খোঁপায় নেতিয়ে পড়ে রোদের শরীর
তার কাছে সন্ধ্যা থাকে প্রেমানন্দ হয়ে।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge