বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন

তোকে দেখার কবিতা-খলিল ইমতিয়াজ

তোকে দেখার কবিতা-খলিল ইমতিয়াজ

তোকে দেখার কবিতা
খলিল ইমতিয়াজ

তোর সাথে হয়তো আর দেখা হবে না
অথবা দেখা হয়েও যেতে পারে অচেনা লোকালয়ে
তখন হয়তো আমি হয়ে যাবো নিমফুল ঝরা বিকেল
তোকে হয়তো তখনও সদ্যফোটা গোলাপ ভেবে ভুল হবে কারো
অথবা সত্যিই তুই বেলীফুল হয়ে থাকবি
তোর সুগন্ধে কাঁঠালচাঁপায় বাতাস দোল খাবে
চিরচেনা দোয়েল ভোরের আগেই ডাকতে থাকবে মিনিকাব্য
ধানক্ষেতে বাতাস দুলবে, দখিনা বাতাস
আলপথে তোর আঁচলের ছায়া দুপুর হয়ে খেলবে।
তোর সাথে হয়তো দেখা হয়ে যাবে আবার
শিমুল তুলোর মতো উড়তে উড়তে মেঘের কোণায়
এক চিলতে হাসির মতো দেখা হবে
তোর ড্রয়িংরুমের ওয়ালে রঙিন পোর্টেট জুড়ে
অথবা হাসিমাখা তোর হলুদ ওড়নার কোণে
অথবা তোরই সামনে বিস্তৃত হলুদ ক্ষেতে

অথবা তোর সাথে আর দেখা হয়ে উঠবে না কোন কালে।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge