বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:১৮ পূর্বাহ্ন

তৈমুর রহমান এর কবিতা খেয়াঘাট

তৈমুর রহমান এর কবিতা খেয়াঘাট

তৈমুর রহমান এর কবিতা খেয়াঘাট

তুমি আমায় ভুলেই গেছ, পড়ছে নাতো মনে
খেয়াঘাটে প্রথম দেখা হয়েছিল তোমার সনে।

তখন ছিল গোধূলি বেলা, ফেরার ছিল তাড়া
কথা বলার ইচ্ছে হলেও দাওনি তেমন সাড়া।

সেদিন তুমি চলে গেলেও, জাগিয়েছিলে ঢেউ
হৃদয়নদী জেনেছিল আর জানেনিতো কেউ।

আমার সাথে তোমার মনও দুলেছিল বেশ
পরের দিনই বুঝেছিলাম দেখে খুশির রেশ।

দেখার আশায় নিয়ম করে বসতাম খেয়াঘাটে
অপলকে দেখতাম তোমায় ভিড়লে খেয়া তটে।

হালকা বায়ে দুলতো খেয়া, দুলতো তোমার মন
হাসির ঝিলিক থাকতো ভরে ঠোঁটের দুটি কোণ।

মন বিনিময়ের দিনগুলো আজ খুবই মনে পড়ে
হারিয়ে গেছ আজকে তুমি এক পাগলা ঝড়ে।

খেয়াঘাটে আজও আমি তোমায় খুঁজি রোজ
নদীর সাথে বলিযে কথা নিতে তোমার খোঁজ।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge