তাঁদের জন্য শ্রদ্ধা
রানা মাসুদ
হে গুমরে কাঁদা এই দুঃখিনী সময়
দিতে এসেছি আজ এক হিমালয় শ্রদ্ধা
এক মহাসাগর ভালোবাসা তাঁদের জন্য।
এতো সব যদি দিতে না পারি তবে দিতে পারি
ডান হাত তুলে কপাল ছুঁয়ে একটা স্যালুট।
আসুন সমবেত সুধী হৃদয় উজাড় করে বলি
নাও হে মানবতার বীর নাও লাল সালাম।
আসুন সভাসদ বন্দনা করি আজ তাঁদের,
আপনি যিনি পুলিশ কিংবা সেনা সদস্য
আপনি যিনি প্রশাসনের প্রান্তিক থেকে উঁচু
আপনি যিনি মহান চিকিৎসা সেবায় নিয়োজিত
আপনি যিনি চিকিৎসক, নার্স কিংবা সাধারণ কর্মী
আপনি যিনি প্রাপ্তিহীন নিভৃত সমাজসেবক
আপনি যিনি প্রতিনিয়ত ছুটে চলা সাংবাদিক
আপনার কলমে উঠে আসছে অনিয়ম সকল
আপনি যিনি নিজেকে বিপন্ন করে খুলে আছেন
দোকান তুলে দিতে মানুষকে আরোগ্য ওষুধ
আপনি যিনি চালক রিক্সা কি জরুরি পণ্যের
আপনি যিনি নীরবে সংগ্রহ করে দিয়ে যাচ্ছেন অন্ন
আপনি যিনি নিয়োজিত আছেন জরুরি সেবায়
আর আপনি যিনি ক্ষেত থেকে ফসল রান্নাঘরে
আর আপনি যিনি মাথার ঘাম পায়ে ফেলছেন
আর আপনি যিনি মজুর নামে শ্রম দেবতা-
আপনারা বীর, অকুতোভয় সৈনিক সকল,
আমরা আছি গৃহে নিরাপদ কোয়ারেন্টাইনে
আপনারা আছেন জাগ্রত মানবতার সেবায়
আপনাদেরও আছে জীবন, আছে পরিবার
আপনাদেরও আছে ভয় আছে নিরাপত্তাহীনতা
আপনাদেরও মা-বাবা,ভাই-বোন, স্ত্রী পরিজন
আপনাদেরও সন্তান তাকিয়ে থাকে রাস্তায়
কখন ফিরবে তাঁদের প্রিয় বাবা -মা সুস্থতায়।
আপনাদের কেউ কেউ আক্রান্ত হচ্ছেন করোনায়
আপনাদের কেউ চলে যাচ্ছেন না ফেরার দেশে।
আমরা নির্বাক বিমূঢ় হয়ে যাই দিন দিন
আমরা নিশ্চল নিশ্চুপ হয়ে যাই দিন দিন
এসব খবরে আমরা উদ্বিগ্ন হয়ে উঠি
এসব খবরে আমরা দুরন্ত সোচ্চার হয়ে উঠি
এবং আমাদের হাত দুটি মুষ্টিবদ্ধ করে চিৎকার করি
কিই বা করার ছিল আপনাদের জন্য জনাব!
আজ অক্ষম এক কলম সৈনিক তুলেছে হাত
স্যালুট জানাই আপনাদের সকলকে শ্রদ্ধাভরে।
স্যালুট, স্যালুট মহামারির অকুতোভয় বীর যোদ্ধা
স্যালুট স্যালুট তাঁদের পরিবারের সদস্য সকল।
আসুন সভাসদ প্রার্থনা করি তাঁদের জন্য অফুরান
নিরাপদ থাকুক নিরাপদ করুক স্বদেশ-বিশ্ব চরাচর।