ডা. মো. নুরুল হাসান বাবুর ২টি কবিতা
১. ভুল সবই ভুল
ঠোঁটের লালসা খোঁজো তুমি
জানােনা সন্ধান-
চোখ ভিজে থাকা নীল জল সমূদ্রের !..
আঙ্গুলের ভাজে গুণো লাম্পট্যের চিহ্ন
ভালোবাসার আলিঙ্গনের দুবাহু দেখনা !
তোমার শিশির ভেজা শিউলি তলে ডুবে থাকি
কোটরে লুকানো নীল ফণা সাপ দেখিনা..
২. পরাজিত স্পার্তাকাস
এই মৃত্যু উপত্যকায়
জীবন দাসত্ব মেনে চলা
গ্লাডিয়েটর মুকুট পরি কলোসিয়ায়
বেঁচে থাকার কঠিন লড়াই
স্পার্তাকাস হয়ে শৃঙ্খল ভাঙ্গতে
পারি না-
ফ্যালফ্যালে ঘোলাটে চোখে
জীবনের সুতো বোনা সহস্র হাত
আমাকে আঁকড়ে রাখে।
আমি নতজানু
দাঁতে ছুঁয়ে থাকি মাটি ।
মহাপ্রলয়ের দামামা আমারো রক্তে নাচে
বিপ্লবের অগ্নিবীণা আমারো হৃদমাঝে