ডা.এম এ ওহাব লাবিব এর কবিতা পদ্মাবতী
আমি যখন বসে থাকি
পদ্ম পুকুর পাড়ে ,
সন্ধা বেলায় মেয়েটা এসে
খিলিখিলিয়ে হাসে।
শুভ্র জলে রেশমী চুলে
তনুর ছায়া ভাসে,
স্নান সেরে জল পরিটা
সাদা ডানায় মাতে ।
জল দর্পণে তার ছবিটা
দেখি চেয়ে চেয়ে,
দেহে তার তাঁতের শাড়ি
দেখতে গাঁয়ের মেয়ে।
পদ্মাবতী নাম নাকি তার
খোঁপায় বাঁধা ফুল,
গলায় তার রঙিন মালা
গোলাপ চামেলি বকুল।
জলের সাথে মাখামাখি
মাছের সাথে আড়ি,
চাঁদের সাথে সেই মেয়েটি
ফিরে চলে বাড়ি।