ডায়েরি
সোমের কৌমুদী
ডায়েরির সাদা পাতায়
আঁচড় কাটে
ছোপ ছোপ জীবনের রঙ
লাল
সাদা
নীল,
পরতে পরতের ভাঁজ
জীবনের নানা ঢঙ।
এক মহাকাল সংগ্রাম
পাশে রেখে,
ডায়েরির সাদা পাতায়
জীবনটা বর্ণিল।
ডায়েরির সাদা পাতা
দুরনÍ দুটি পায়ের
ছুটে বেড়ানো খেলার মাঠ
জটপাকানো বা সাধাসিধা
বড় বড় স্বপ্নের মঠ।
ডায়েরির পাতায়
মিশে না থাকলে শরীরের ঘাম
ক্ষয়ে যাওয়া হাড়ের গল্প
সে ডায়েরি অসম্পূর্ণই থেকে যায়।