ঝড়
মনিরুজ্জামান মনির
প্রকৃতিতে এখন গ্রীষ্মের দাবদাহ
চারিদিকে জীবনের মর্মস্পর্শী হাহাকার।
সাথে চোখে দেখা যায় না
এমন ক্ষুদ্র অনুজীবের জয়জয়কার।
মানব প্রাণ আজ বড় অসহায়, করুনার আশায়
বিধাতা তোমার দিকে তাকিয়ে ছল ছল দৃষ্টিতে।
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
ছুটে চলায় বারন কি ভয়ানক করোনার কারন…
কোথাও নেই যুদ্ধের দামামা
নেই বিদ্বেষ শুধু ভাবনা!
কি করে পরিত্রাণ পাওয়া যায়
ঘড় বন্দি মানুষ খুঁজছে উপায়…
থমকে গেছে যত কোলাহল
নির্জনতায় একাকী রাজপুত্র।
বড় দুশ্চিন্তার আগুনে জ্বলে
ভেবে ওঠে এসব বিধির খেল!
হে বিধাতা তুমি ক্ষমা কর
আমরা আজ বড় অসহায়।
করেছি কত শত অপরাধ
আছে কি সাধ্য ??যে তোমার উপরে বারাবো হাত!
জানি না কখন থামবে এ ঝড়!
জীবনের কালো মেঘ, বহমান মৃত্যুর মিছিল।
এ কোন ঝড়ে বিপর্যস্ত আমরা?
তবে এতটুকু বুঝি এতো তোমারই খেল!