সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:২৫ অপরাহ্ন

জেগে উঠার সময়-সঞ্জীব দে

জেগে উঠার সময়-সঞ্জীব দে

জেগে উঠার সময়
সঞ্জীব দে

দাঙ্গাবাজরা শুকরের লেজের মতো
চঞ্চল হয়ে উঠছে! রক্তের গন্ধ শুকে
কুকুর ছুটছে পেছন পেছন!
অনৃতবানীতে বায়ুমন্ডল ছাপিয়ে যাচ্ছে
আজকাল!
উষ্ণতা বাড়তে বাড়তে
মানবতা হাল্কা হয়ে
বায়ুর মতো উপরের
দিকে ছুটছে প্রতিদিন! প্রতিক্ষণ!

মানুষ হারাচ্ছে দেশ! হারাচ্ছে মাটি! হারাচ্ছে প্রিয়জন!
মা হারাচ্ছে সন্তান! সন্তান হারাচ্ছে বাবা!
সব হারানোর দেশে—
আমরা সব–হারা বে-না-গ-রি-ক!
মানুষের মনুষ্যত্ব লুট হচ্ছে সুকৌশলে!
প্রতিদিন বলাৎকার হচ্ছে সং বিধান!
গনতন্ত্র নয়! বরং ধর্মতন্ত্রের রথে চড়ে
চালক দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে —
কেওড়া তলার জমাট স্তব্ধতায়!

হে শুভানুভব —

চুপ থেকোনা! থাকার সময় নয় এখন!
সমস্ত স্তব্ধতা ভেঙে —
অনৃত মায়া ভেদ করে
শোক পালন না করে! জেগে উঠার সময়!

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge