সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ অপরাহ্ন

জিনিয়া রায়ের গুচ্ছ কবিতা তারপর সব শুন্য

জিনিয়া রায়ের গুচ্ছ কবিতা তারপর সব শুন্য

জিনিয়া রায়ের গুচ্ছ কবিতা
তারপর সব শুন্য

১. সমূহ বিষাদ পথ রোধ করে দাঁড়ায়
অনন্তেরই হিসেব দেখে
আদিগন্তে খেলছে মায়া
জীবন কি ঠেকে শেখে?

২. ভালবাসা জল মেপে
নিক্তির শূন্যতা
বাসনার ছলে কামনার বলে
জয়ী হয় রিক্ততা ।

৩. আগুনজন্মে জন্মনিয়েছি
জলের ভয়ে মন
জলাঞ্জলি দিয়েছি সব
কে পর, কে বা আপন !

৪. স্বপ্ন দেখার মিথ্যে খেলায়
বাস্তবতার হানা
ঘোরের মধ্যে জীবন যাপন
বাকি সব চার আনা ।

৫. চাঁদও কাঁদে
জল দেখেছি ওর চোখে
টইটুম্বুর ভালোবাসায়
তারাদের ছলনা বোনা ফাঁদে।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge