সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ অপরাহ্ন

জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু শিশু কিশোর পদক বিজয়ী রংপুরের পাঁচ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু শিশু কিশোর পদক বিজয়ী রংপুরের পাঁচ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

পাতাপ্রকাশ প্রতিবেদক >>
সোমবার সন্ধায় বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর পক্ষ থেকে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু শিশু কিশোর পদক বিজয়ী রংপুরের পাঁচ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি জনাব কাজী মো. জুননুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা জনাব আকবর হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তি ফকরুল আনাম বেঞ্জু, বিশিষ্ট কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম। বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর মহানগর কমিটির এর সাধারণ সম্পাদক জিনাত হোসেন লাবলু, বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এস এম সাথী বেগম, সাধারণ সম্পাদক জাকির আহমদ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও অনুষ্ঠানের আহ্বায়ক মজনুর রহমান, রংপুর জেলা কমিটির সভাপতি এটিএম মোর্শেদ প্রমুখ।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তি প্রশিক্ষক ও শিল্পী রেজিনা সাফরিন, আবৃত্তি শিল্পি ও বাংলাদেশ বেতারের উপস্থাপক মাহমুদুল হাসান পিন্টু, আবৃত্তি প্রশিক্ষক ও শিল্পী আব্দুস সালাম, আবৃত্তি শিল্পী মেহেদী মাসুদ। আনুষ্ঠানে পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা পদক, উত্তরীয়, শুভেচ্ছা উপহার ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
পদক প্রাপ্তরা হলেন: সুমাইতা সুয়াদী ক গ্রুপ একক আবৃত্তিতে প্রথম স্থান, স্বর্ণ পদক। নাঈমাহ তুশিন খ গ্রুপ একক আবৃত্তিতে দ্বিতীয় স্থান, রৌপ্য পদক। সুমাইয়া চৌধুরী গ গ্রুপ একক আবৃত্তিতে দ্বিতীয় স্থান, রৌপ্য পদক। জান্নাতুল মাওয়া ক গ্রুপ একক অভিনয়ে প্রথম স্থান, স্বর্ণ পদক। জানিয়া জান্নাত সৃষ্টি খ গ্রুপ একক অভিনয়ে তৃতীয় স্থান, ব্রোঞ্চ পদক।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge