ছড়া: এই যে এলো বর্ষা
মাহমুদ নাঈম
বৈশাখ জ্যৈষ্ঠ বিদায় নিলো
থোকা থোকা ফুটেছে কদম
ফলের বাহার ফুরিয়ে গেলো
এই যে এলো বৃষ্টি আগমন।
বাতায়নে চেয়ে করি বৃষ্টি নির্বাচন
নাক ডুবে রই পুষ্প সুগন্ধি কদম,
ধুলিক্ণা পথঘাট হলো নিষ্কাশন
বিমল প্রকৃতি কলুষিত অধম।
নদীনালা খালবিল ভরপুর সলিল
মুখরিত শিল্পী সিক্ত কদম ঘ্রাণে,
জেলে যায় বিলে চাইনা দলিল
শিল্পের রংতুলি ঘুরে আনমনে।
আষাঢ় নিয়ে এলো বৃষ্টি আবরণ
বৃষ্টির জলে ধুয়ে যায় পাতা,
এই যে এলো বর্ষা আগমন
সাজবে এবার রঙিন ছাতা।