ঐ আকাশের চাঁদ বলে দেয়
আজকে মানুষ জাগো,
অবীচারের ষড়রিপু যে আছে
সবাই বলো ভাগো।অনাহারী মানুষ হবে
সবার আগে আপন,
নিজের অন্ন তুলে দিয়ে
ভরাবো সব মন।ভুলে যাবো বিবাদ যত
ঘুচে দিবো জড়া
দূরে যাবে অসুর পশুর
আনন্দে ভাসুক ধরা।প্রতিবেশির পাশে দাঁড়াবো
মানবো সবে ভাই,
ধর্ম বর্ণ নয়তো ভেদ
সাম্যের গান গাই।