চোরনামা
রবিউল কমল
বাগানেতে চাল রাখে, পুকুরেকে ডাল
এই হলো আমাদের দেশটার হাল-
চুরি করা হয়ে গেছে জাতীয় স্বভাব
বাগানেতে চাল কেন? কে দেবে জবাব!
মাটি খুঁড়ে পুতে রাখে মেম্বার সাব
লোকটার সংসারে নেই তো অভাব
তবু কেন চোর হলো? কে দেবে জবাব!
কেউ কেউ তেল এনে ঢেকে রাখে খাটে
প্রতিনিধি হতে ওরা কত পা যে চাটে-
ক্ষমতাকে হাতে পেয়ে বেড়ে যায় ভাব
কে বানোলো প্রতিনিধি? নেই তো জবাব!
চোরে চোরে ভাইভাই, চোরে চোরে মামা
মামা আর ভাই মিলে লেখে ‘চোরনামা’-
চুরি আজ শিল্পিত কারুকাজে ঘেরা
চুরির এই পৃথিবীতে আমরাই সেরা।