সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন

চিল এবং কানের গল্প-সোহানুর রহমান শাহীন

চিল এবং কানের গল্প-সোহানুর রহমান শাহীন

চিল এবং কানের গল্প
সোহানুর রহমান শাহীন

চিলের পিছে ছুটছে মানুষ
কান রেখেছে মাথায়
ছুটছে সবাই এক কাতারে
কানটি আছে যেথায়।
রটলো যখন খবরখানা
নেট-এর পাতা জুড়ে
ধরতে চিলে দাগছে কামান
আকাশ পাতাল ঘুরে।
কানের সোনায় কান কেটেছে
মানতে নারাজ মিছে
ধরবে চিলে রুখবে এবার
কাটবে চিলের ফিচে।
চিল হেসে কয় ছুটলি তোরা
কোন খেয়ালের দায়!
এমন করে খুঁজলে কি আর
কানটি পাওয়া যায়?

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge