শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

চির সত্য মৃত্যু-মোস্তফা জামান বিমান

চির সত্য মৃত্যু-মোস্তফা জামান বিমান

মৃত্যু, সে তো অবিনাশী
অনন্ত কালের যাত্রা।
চির সবুজ গাঢ় অনুভূতি,
কালের সাথে মহাকালের পদধ্বনি
এমনি সে যাএায় কাফেলায় সামিল হয়েছিল,
আমাদের প্রিয় কাব্যনিধি, চাচা বসনীয়া…
এমনি করেই পার হল দুবছর
সময়ের আলিঙ্গনে…
মৃত্যুর কাছে হেরে গেল জীবন ,
আরও, আরও কত প্রাণবন্ত কাছের মানুষগুলো।
তাঁদের ও গভীর শ্রদ্ধায় স্বরণ করি।
কাল রাতে, হটাৎ মোবাইলে কল এল, বোনের
আহ্বান, ভাই কাল আসছেন তো?
সে ডাক তো কখনো ভোলার নয়।
হায়রে হীম শীতল মৃত্যু
তোমায় আমরা বরণ করছি যুগ যুগ ধরে
এসো হে মৃত্যু! ছহিহ সালামতে
ফুলেল বরণ ডালা হাতে
স্বচ্ছ নরম পরশ নিয়ে, আমাদের মাঝে
আমরা তোমার কাছে চির বন্দী
আজ কাল ও পরশু।

(প্রয়াত মতিউর রহমান বসনীয়া কাব্যনিধি এর ২য় মৃত্যু মৃত্যুবার্ষিকীতে আমার অতল শ্রদ্ধা।)

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge