বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:২৩ পূর্বাহ্ন

গোবিন্দ ধর এর দুটি কবিতা

গোবিন্দ ধর এর দুটি কবিতা

গোবিন্দ ধর এর দুটি কবিতা

করোনাকাল

এই করোনাকাল ধরে হাঁটছে মৃত মানুষ
করোনাবাহী এক একজন মানুষ হাঁটছে।
হাঁটা শুরু করছে নিজের লাশটা বয়ে বয়ে।
আমাদের মানবতা ঠাণ্ডা ঘরে বন্ধী
সারা ভারতমা লক ডাইন
লক ডাউন লক ডাউন সারা দেশ।
কেউ কেউ ঘরে ঘরে পৌঁছে দিই ভাইরাস।
কেউ কেউ ঘরে ঘরে পৌঁছে দিই রুটি।
কেউ কেউ ঘরে ঘরে পৌঁছে দিই রোজগার।
কেউ কেউ ঘরে ঘরে পৌঁছে দিই বিনামূল্যে রেশন।
আর ভারত আত্মার এই মানুষগুলো
হাঁটছে পথে পথে বাড়ি ফিরতে চায় ওরাও।
বাড়িতে সম্তান অপেক্ষা করছে
বৃদ্ধ মা বাবা অপেক্ষা করছে।
কারো স্ত্রী অথবা স্বামী পথ চেয়ে বসে আছেন।
আমাদের আনন্দ বিহার আজ পথে পথে
এই করোনাকাল অতিক্রম করতে
পথে পথে বাড়ি ফিরবে বলে নিজেরাই ভাইরাস।

ভালোবাসা নিয়ে এসো

সমাজ খুব পচে যাচ্ছে, হাঁটছি
তবুও হাঁটছি।
এই অসুখ থেকে পরিত্রাণ চাই।
মানুষের ভেতর প্রেম ভালোবাসা
যন্ত্র দানব গিলে খায়!
আমরা মানুষের পাশে নাই
মানুষ বড় ক্লান্ত মানুষ বড় একাকী।
মানুষ জরাগ্রস্ত গভীর খাদের নিকট।
ভালোবাসার মলম নিয়ে
ও মানুষ মানুষকে
একটু নিরাময় দাও।
একটু বাঁচতে শেখাও।
একটু অভয় মুদ্রায় বলো পাশে আছি।
একটু ভালোবাসা নিয়ে কাছে এসো।
হাতে হাত ধরে চলো মহেশপুর চা বাগান।
শালপাতা মাড়িয়ে সড়ক ধরে
একটু কাছাকাছি কোথাও বসি।
গল্প করি জীবন জীবনের জন্য
মানুষ মানুষের জন্য।
গান হোক আরো নৈকট্যের।
এ সময় পরস্পর থেকে পরস্পর একটু দূরে
হাত ধরে পিঠে পিঠ রেখে
নিশ্বাস নিই অসুখের অপরপাঠ।
নিরাময় হোক অন্ধকার।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge