গৃহবন্দীর দিনগুলো
লায়লা শিরিনা
হঠাৎ জীবন ছন্দপতন
গাড়ি ঘোড়া চলছে না
অফিস ছুটি,বন্ধ দোকান
কেউ তো কথা বলছে না।
মুখোশ দিয়ে ঘুরছে সবাই
পার্কে প্রেম জমছে না
এতো বারণ তবুও মানুষ
বাইরে যেতে দমছে না।
লাঠিপেটা, কান ধরা
শাস্তি যত আছে-
আর্মি পুলিশ করছে শাসন
পায় যদি ভাই কাছে।
পেটে ক্ষুধার জ্বালা নিয়ে
কে আর ঘরে থাকে?
অসহায়দের চোখের জলের
ক’জন খবর রাখে?