বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ পূর্বাহ্ন

গুচ্ছ কবিতা-দিপংকর ইমন

গুচ্ছ কবিতা-দিপংকর ইমন

গুচ্ছ কবিতা
দিপংকর ইমন

১. ব্যথা
আমি যখন হাবুডুবু খাই তোমার প্রেমে,
তুমি তখন নিষ্ঠুর উল্লাসে মেতে উঠো
পরজীবী প্রেমিকার মতোন।
বিছিন্নবাদী হয়ে গেছে যে নদীটা,
তারও চোখে জল এলো বিরহের অববাহিকায়।

২. অনামিকা ০৬
অনামিকা,
কেন মৃত্যুগুলোকে সহজ করে দিলে?
আমাদের লাশের মিছিলে দাঁড়িয়ে
তোমার কটাক্ষমূলক বিভৎস হাসি
আমাকে সরিয়ে দেয়,
পচে যাওয়া বুকের গন্ধ থেকে অনেক দুরে।

৩. অনামিকা ০৭
অনামিকা,
তোমার বেওয়ারিশ চুমুর আঘাতে
আমি অনার্য ঋষির মতোন
কেটে যাই নাস্তিক্যের ডুব সাতাঁর।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge