বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ পূর্বাহ্ন

খুলেছে এবার শপিংমল-শরিফুল আলম অপু

খুলেছে এবার শপিংমল-শরিফুল আলম অপু

খুলেছে এবার শপিংমল
শরিফুল আলম অপু

আনন্দ কি আনন্দ
খুলেছে এবার শপিংমল
জামার সাথে ভাইরাস ফ্রি
দলে দলে সবাই চল।

এখন নাকি অনাহারে
কাটছে সবার প্রতিদিন
লাভ কি খুলে মার্কেটগুলো
কিনতে কাপড় করবে ঋণ?

তার চেয়ে ভালো থাক বন্ধ
কাপড় কি নেই ঘরে?
নতুন কাপড় কিনেই যদি
যাই করোনায় মরে?

বাড়ছে রুগি বাড়ছে ঝুঁকি
কমছে সবার মনোবল
তবুও কেনো হাটবাজারে
নিত্য দেখি লোকের ঢল।

ঘুম থেকে জেগেই শুনি
মরছে মানুষ সাড়ি সাড়ি
আমজনতার অবহেলায়
বাড়ছে দেশে মহামারি।

আজ অবধি ভালো আছি
কাল কি হবে জানি না
নিজের কথাই ভেবে কেনো
বিধি নিষেধ মানি না।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge