খলিল ইমতিয়াজের মিনি ছড়া
১.
ঘরের পাশে ঘরের দেয়াল
ফোকর দিয়ে পরের খেয়াল
২.
তুমিও ঘাস কাটো, আমিও ঘাস কাটি
দূর থেকে দেখা হলে দুজনেই পাশ কাটি।
৩.
শিখছি কেবল আধো আধো বোল
কেমন করে পিটাই নিজের ঢোল।
৪.
তোমার লাইক, তোমার কমেন্টস
জাগিয়ে রাখে ফেসবুকে
তাইতো সবই বলে ফেলি
তোমার কথা ‘মেজ বু’ কে।
৫.
সরষে ক্ষেতের হলুদ টিয়া
উড়তেছে তার ছানা নিয়া।
৬.
চুলে ধরলো পাক
আমার কমলো রে হাঁক ডাক
স্রেফ কাঁচা চুলকে এবার
টা-টা-বাই-গুডলাক।
৭.
আকাশ আবার কালচে হলো
লালচে হলো কবির মুখ
বৃষ্টি দেখেই হয় কবিতা
নিঙড়ে বেরোয় ছবির সুখ।
৮.
আইসিসিরে আইসিসি
তোকে দিলাম ‘হাই ছি: ছি:’
সাফাই তোদের আম্পায়ার !
সব ব্যাটারাই ভ্যাম্পায়ার…..
৯.
হায়রে গদি পেতাম যদি
বছর যুগের বেশি
টাক শালে ঠিক ডিম ফুটাতাম
ঝালিয়ে নিতাম পেশি।
১০.
কামে কাজে বিজি, তবু
মন বলে লেখো হে
ফের কাজ টুটি ধরে
বলে এটা দেখো হে!