বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:১০ পূর্বাহ্ন

খলিল ইমতিয়াজের কবিতা

খলিল ইমতিয়াজের কবিতা

খলিল ইমতিয়াজের কবিতা

করোনাকে ভয় পেতে ভাল লাগে না

রোদমগ্ন বিকেল বসে আছে জানালার গ্রিলে
বটপাকুরের ডালে বসে করোনা’র ভয়ে
ডাকাডাকি করছে বোকার হদ্দ কিছু পাখি
ডানপায়ে ভর দিয়ে লক ডাউনে গা দোলাচ্ছে বামপা
অর্ধমৃত লোকেরা এ্যাম্বুলেন্সে শুয়ে শুনছে করোনা’র হুইছিল।
কিছু লোক ভাইরাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
সদর্পে ঘুরে বেড়ায়।
জলপাই রঙের মিলিটারি গাড়ি বার কয়েক চক্কর দেয়
র ্যাবের কালো চশমার দিকে তাকিয়ে থাকে
রিকশায় বসা ছোট ছেলে
করোনা ভয় পেতে ভাল লাগে না
ভয় পেতে ভালো লাগে মৃত্যুকে, পুলিশকে, ্যাবের কালো চশমাকে।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge