বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:০৩ পূর্বাহ্ন

কামরুন নাহার রেনু’র ৩ টি কবিতা

কামরুন নাহার রেনু’র ৩ টি কবিতা

কামরুন নাহার রেনু’র ৩ টি কবিতা

ঈশ্বর
ঈশ্বর কি সংসার বোঝেন?
বোবা কথার ভাষা?
ঐ দূর আকাশে চাঁদের বাড়ি?
গত চৈত্রে পুড়েছিলো যে হৃদয়?
পেটের ক্ষুধায় যে মন্দির ছেড়ে
আশ্রয় নিয়েছিলো পতিতালয়ে!
বোঝেন?
তার অভিধানে কি লেখা আছে?
পাপিষ্ট জীবনের হিসেব তারই থাক,
থাক ফুটপাতে মোড়ানো জীবন।
ঈশ্বর, তুমি তোমার মতো করে
যা খুশি বুঝে নাও —

তোমায় ছুঁবো বলে
বুকের ভেতর নিঃশ্বাসের ঘনত্ব মেপে
হাজার জিজ্ঞাসার নিরুত্তোর বীজ বুণে-
বেঁচে থাকি আমরা।
নতুন ভোরের প্রত্যাশায় –
হৃৎপিন্ড খুলি প্রার্থনায়!
ঈশ্বর নাকি ভুলে গেছেন জাত পাত ,
আমাদের চেনা বারান্দায় রেখে গেছেন
পায়চারীরত প্রার্থনার বুক!
ঈশ্বর,বুকের ভেতর জলের নদী,
তোমায় ছুঁবো বলে
বিশ্ব ভ্রহ্মান্ড খুঁজে –
হৃৎপিন্ড খুলে আনি প্রার্থনায় –
বার বার —

স্বপ্ন মোহ
চাঁদের কালো ছায়া ঘিরে রাখে-
আমাদের দিনকাল!
ছাইরঙা স্বপ্ন মোহ রেখে যায়
সময়ের ভার।
জীবনের পঞ্জিকায় কিছু সময়
বেহিসেবী হয়,
কিছু কথা বলা হবে না জেনেও
ঠোঁটের ফাঁকে ঠাঁয় দাঁড়িয়ে রয় —

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge