বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ন

করোনা সময়-সরকার মাহবুব

করোনা সময়-সরকার মাহবুব

করোনা সময়
সরকার মাহবুব

হাজার বছর হবে-
হাতের ওপর রাখিনি দু’হাত
বুকে বুক পিষে ভাঙিনি পাথর
ঠোঁটে ঠোঁট রেখে আঁকি নি পরশ
সামাজিক দুরত্ব দিয়েই মেনেছি সময়!
এক দুই তিন করে আবদ্ধ ঘরেই কাটে দিনমান সারাটা সময়!
ঘরের চারটি দেয়াল এখন সমস্ত পৃথিবী
হাতের মুঠোয় ধরা দ্রুতগামী মুঠোফোন
অচল-সচল টিভি
জাতীয় আন্তর্জাতিক শত শত
আদেশ নির্দেশ উপদেশ
অক্লান্ত বিলিয়ে যাচ্ছে,
তাদের হাতেই জমা আগাম খাজনাপাতি।
কে দিয়েছে ওইসব খাজনা-খারিজ
বকেয়া ট্যারিফ
ঘরভর্তি জমানো কাঁচামাল জমা-খরচ।
আশা করি, নিশ্চিন্তে কেটে যাবে বাকি বারোটি মাস!
তবে তারা বড় অস্বস্থিতে আছেন,
সময় কাটাতো যারা বারে, নাচের আসরে।
হাতের আঙ্গুল গুলো নিশপিশ – কি আর করা?
উহান থেকে ইতালী ফ্রান্স জার্মানী যুক্তরাজ্য ঘুরে যুক্তরাষ্ট্র রাশা এরপর ইরান আরবভূমি হয়ে দু’শ জনপদ করোনার নির্মম উপস্থিতি টের পাচ্ছে
মৃত্যূ মিছিলে ইতালী ছাড়িয়ে যুক্তরাষ্ট্র সবার শীর্ষে
লাশের গননা ছেড়ে ট্রাম্পের প্রাসাদে এখন
সংখ্যালঘুদের ধর্মসভা, কাতর প্রার্থনা!
শান্ত সমুদ্রে মিসাইলের ওড়াউড়ি নেই
শিল্প-কারখানায় সুইচ অফ, কার্বন ছাড়াই পাখিরা উড়ছে বাতাসে
সপি়ঙমলগুলো শ্মশান, শ্মশানগুলো ব্যস্ত ভীষন
কবর কাটছে ভেকু, মানুষেরা নির্বাক দাঁড়িয়ে অদূরে তালিকা মিলাতে ব্যস্ত!
কী আশ্চর্য! বুঝি হাজার বছর হবে –
হাতের ওপর রাখিনি পরশ
বুকে বুক পিষে ভাঙিনি স্তব্ধ পাথর
ঠোঁটে ঠোঁট রেখে প্রেমময় আঁকি নি পরশ!
মহান স্রষ্টার কাছে আর্তি-আকূল-
দ্রুতই সমাপ্তি টেনে দাও বিশ্বময় সামাজিক দুরত্বের দু:সহ করোনা সময়!

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge