করোনা
মোঃ সাখাওয়াত হোসেন (সৈকত)
আমি বৈশ্বিক মহামারী,
আমি দিয়েছি হুংকার।
আমি চক্ষুর অন্তরালে,
জীবন যাপনের হাহাকার।
আমি অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র,
অতি নগন্য ভাইরাস।
যে করেছে হেলাফেলা,
করেছি তার সর্বনাশ।
আমি সৃষ্টিকর্তার রহস্য,
আমি বিছিয়েছি ধুম্রজাল।
আমি প্রান কারিব,
যদি হও বেখেয়াল।
আমি ধ্বংস করেছি অর্থ,
ধ্বংস করেছি জীবন।
আমি নির্মল করেছি বায়ু,
সজীব করেছি ভূবন।
ওহে ধরণীর পথিক,
আমাকে কর জয়।
প্রভুর দ্বারস্থ হয়ে,
প্রভুকে কর ভয়।