করোনা মুক্ত বিশ্ব গড়বো!!
নিরঞ্জন হীরা
ধীরে ধীরে করোনার
প্রকোপটা বাড়ছে,
এদিকে যে জনগণ
ধৈর্যটা ছাড়ছে।
দেশে কত দরিদ্র!
কতনা শ্রমিক কূল,
পেটটা যে মানছে না
এটাইতো হলো মূল।
সরকার উদ্যোগী
ত্রাণটা তো দিচ্ছে,
এদিকে যে বাস্তবে
কারা কারা নিচ্ছে!!
পাশে অাছে সমাজের
সচেতন জনগণ,
সকলেই দৃঢ়ভাবে
করে যদি এই পণ।
মিলেমিশে একসাথে
সকলেই লড়বো,
করোনা মুক্ত এক
বিশ্ব যে গড়বো।
মোদের এই লড়াইয়ে
প্রভুই তো শক্তি,
তাঁর প্রতি থাকে যেন
অসীম এক ভক্তি।