বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ পূর্বাহ্ন

করোনা ভাইরাস-শিখা রায়

করোনা ভাইরাস-শিখা রায়

করোনা ভাইরাস
শিখা রায়

বার বার বলছি তোমায়
যাও চলে যাও আড়ালে করোনা ভাইরাস
তোমার করুণায় মানুষ গৃহবন্দি
হাজার হাজার জীবন কফিনবন্দি
শত সমস্যায় জর্জরিত জীবন

আশা প্রত্যাশা সব অবরুদ্ধ
মনে মনে শুধু ভয় আর সংশয়
কি জানি কি হবে আগামী জীবন
কান পেতে শুনা যায় ধ্বংসের দামামা
আকাশ বাতাস জুড়ে শুধু মানুষের ক্রন্দন

আমরা সবাই মিলে করবো শপথ
করোনা পরাজিত হবে নিশ্চয়
একুশদিন লকডাউন সবাই মেনে
চিরদিনের জন্য বিদায় নেবে করোনা আতঙ্ক
চিরশান্তির প্রদীপ আবার জ্বলে উঠবে

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge