বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ন

করোনা-ফিরোজ বাবু

করোনা-ফিরোজ বাবু

করোনা
ফিরোজ বাবু

করোনায় মানুষের প্রান যায় যায়
আর এই সুযোগে কিছু
অসাধু সুযোগ সন্ধানী তাদের
ব্যবসাটাকে বড় বড় কোম্পানিতে
পরিনত করার প্রতিযোগিতায়।

শুরু হয় কারো বিপদ
আর শুরু হয় কারো টাকা
কামানোর পথ।

আমাদের বিবেক টাকার চাকায়
পরেছে চাপা
মরে গেছে মানুষের মানবতা।

হে আল্লাহ যারা পুঁজি করে
টাকা কামানোর চেষ্টা করে
তাদের হেদায়েত দান কর।
আর সেই সাথে মহামারি
করোনাতে আক্রান্ত সহ
সকলকে রক্ষা কর।

আমরা দিনের আলোয় সাহসী হলেও
রাতের অন্ধকারে সত্যিই ভীতু
তখন তোমাকেই বেশি স্মরন করি
তুমি আমাদের হেফাজত কর।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge