সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ অপরাহ্ন

করোনা নিয়ে মিয়া মামুনের গান:পৃথিবী স্তব্ধ

করোনা নিয়ে মিয়া মামুনের গান:পৃথিবী স্তব্ধ

করোনা নিয়ে মিয়া মামুনের গান পৃথিবী স্তব্ধ
পাতা প্রকাশ প্রতিবেদক

করোনা মহামারিতে সম্মুখযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষও এ লড়াইয়ে যুক্ত। এই লড়াইয়ে যুক্ত গানের শিল্পীরাও। করোনাকে জয় করার বার্তা নিয়ে ইতোমধ্যে দেশে নির্মিত হয়েছে অসংখ্য গান। এই সুরমালায় নতুন সংযোজন রংপুরের জন্রিপয় কণ্ঠশিল্পী মিয়া মামুনের একটি গান।
সম্প্রতি মিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।গানটির শিরোনাম পৃথিবী স্তব্ধ।
মোঃ রহমত উল্লাহর কথা ও এনামুল হকের সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিয়া মামুন। চমৎকার সব লোকেশনে চিত্রায়িত গানটির স্পন্সর করেন সুপ্রিম কম্পিউটেক। মিয়া মিউজিক এর প্রযোজনা ও পরিবেশনায় মিউজিক ভিডিওটির চিত্রায়ণ ও গায়কী সংগীতাঙ্গন ও দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
সংগীতঙ্গরা গানটির ভুয়সী প্রশংসা করে তাদের ফেসবুক ফ্যান পেজে পোস্ট করেছেন। গানটির কম্পোজার ও কণ্ঠশিল্পী মিয়া মামুন দেশের বিভিন্ন রিয়েলিটি শোতে অংশ নেয়া ছাড়াও ২০০৮ সালে ইন্ডিয়ান জিটিভি চ্যানেলের, গাও বাংলার গান, প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ২০ এ অবস্থান করেছিলেন।
মিয়া মামুন জানান, ভাল গাইবার চেষ্টা করেছি। দর্শকরা চাইলে সামনে আরো ভাল ভাল গান করার ইচ্ছা আছে।
গানটির ইউটিউব লিংক: https://zoutu.be/cK8G-sS1ChU

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge