করোনা নাও বিদায়
তৈমুর রহমান
করোনা ধরে জিগায় তারে
বাংলার এক পাগল;
উহানে ছিলা ভালোই ছিলা
এইখানে গরিব মহল।
আমরা সবাই গরিব মানুষ
খাবার বড় টান;
সরকার তাই দিচ্ছে কিছু
পেট বাঁচানো ত্রাণ।
ক’জন নাকি আছে ধনী
তাদের বড়ই অভাব;
মোদের ভাগে ভাগ বসানো
তাদের একটা স্বভাব।
অসৎ লোক আছে কিছু
তারাও বাড়ায় হাত;
ত্রাণের জিনিস চুরি করে
খুবই যে বজ্জাত।
ভালো লোকও আছে দেশে
দিচ্ছে চুপিচুপি;
সাদাসিধা লোক যে তারা
নয়তো বহুরূপী।
ও করোনা বলি শোনো
এবার নাও বিদায়;
তোমার জন্য আমরা আজ
খুবই অসহায়।