বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ পূর্বাহ্ন

করোনা দেশে দেশে-এম এ শোয়েব দুলাল

করোনা দেশে দেশে-এম এ শোয়েব দুলাল

করোনা দেশে দেশে
এম এ শোয়েব দুলাল

করোনা দেশে দেশে, কখনো পাখি
কখনো চিল, শকুন বেশে
বিশুদ্ধ বাতাসে মিশে
বিরান হচে্ছ মানুয
সংক্রমণে ভেসে ভেসে
মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
মৃত্যুর শহরে পরিণত
গোটা পৃথিবী আজ।
নিজের বাড়িটিও আজ জেলখানা
দোকানপাট গুলো বন্ধ
রাস্তাঘাটে গাড়ি চলাচল নেই
লক ঢাউন সর্বত্রই।
সৌদি আরবে কারফিউ
কাবায় তাওয়াফ নেই
মদিনায় আসা যাওয়া বন্ধ
নিউইয়র্ক সিটি টাইমস্কয়ার লোক শুন্য
বিপণি বিতান ভোগ্যপণ্যের দোকান বন্ধ।
চীন,ইতালি, ইরান, স্পেন,আমেরিকা
এখন মৃত্যুর শহর।
আকাশ পথে বিমান,রকেট চলাচল নেই
সমুদ্রে নেই প্রমোদ তরী
নেই যুদ্ধ জাহাজ।
আণবিক শক্তিধর দেশগুলি
দুমড়ে মুছড়ে গেছে
করোনার তীরন্দাজ ছোবলে।
আমার দেশও করোনাভাইরাসে আক্রান্ত
সংক্রমিত ডাক্তার, সাধারণ মানুয
কোয়ারেন্টিনে অসংখ্য মানুয
হাপিত্যেস করছে
সকল দেশের সরকার প্রধানরা
সতর্কের বাণী শোনাচ্ছে পুলিশ,সেনাবাহিনী
রাস্তায় রাস্তায় ঢালা হচ্ছে জীবাণু মুক্ত পানি।
আমার পাড়ার মসজিদে মানুষের ঢল
একে অপরকে বলে নামাজে চল।
নামাজই শক্তি নামাজই বল
চল প্রার্থনায় চল।
করোনাভাইরাস ছুয়োনা আার
চলে যাও প্রভুর কাছে
পৃথিবী করো মুক্ত
মৃত্যুর সারিতে আমাদের করনা যুক্ত।
বিদায় করোনা বিদায়
ভালোবেসে চলে যাও
আকা বাকা মেঠোপথ টায়
মেঘে মেঘে লুকোচুরি খেলায়।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge