কবি, লেখক এবং সম্পাদক এসএম সাথী বেগম এর জন্মদিন আজ
পাতা প্রকাশ প্রতিবেদক
কবি, লেখক এবং সম্পাদক এসএম সাথী বেগম এর জন্মদিন আজ। এসএম সাথী বেগম সরকারি চাকুরী ও আর্দশ গৃহিণীর পাশাপাশি ক্লান্তি নেই সাংগঠনিক কর্মে ও পত্রিকা সম্পাদকের দায়িত্ব পালনে। একই সাথে ছোটগল্প, প্রবন্ধ, উপ-সম্পাদকীয় যেমন বিভিন্ন পত্রপত্রিকায় নিরন্তর লিখে চলেছেন। তাঁর সযতœ প্রয়াসে সাহিত্য পত্রিকা ‘দুয়ার’ সাহিত্য পাঠকদের মননশীল রস আস্বাদনের অনন্য ভূমিকা রাখছে। দীর্ঘদিন কাজ করেছেন দৈনিক প্রথম খবর, দৈনিক যুগোর আলো, আঁচল’ দৈনিক রংপুর চিত্র পত্রিকার ‘নীলাঞ্জনা’ বিভাগে বর্তমানে ‘বনলতা’ তারই তত্তাবধানে রয়েছে। ছান্দসিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিমন্ডলে সক্রিয় সংযোগ এবং কর্মতৎপরতার সংগঠন পরিচালনার অনন্য পরিচয়েও তিনি সুপরিচিত। তিনি বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর সিনিয়র সহ সভাপতি, বইবাড়ি, রংপুর এর পরিচালক, লিটলম্যাগ মৌচাক এর উপদেষ্টা।
তাঁর প্রকাশিত বই : খরতাপে সুখ (গল্পগ্রন্থ) সুনশান চাষাবাদ (কাব্যগ্রন্থ), একদিন মাঝরাতে বিরল পথিক (কাব্যগ্রন্থ) , ইতি তোমার অনুরিমা (কাব্যগ্রন্থ) সপ্তশিখা, জলকণা, প্রজাপ্রতি মন, (যৌথ কাব্যগ্রন্থ) এই সব মানুষের গল্প (যৌথ গল্পগ্রন্থ) ভাঙ্গা হৃদয়ের গান (সম্পাদিত গীতিকাব্য) সবুজ আগুন, বকুল তলার একলা পথিক (সম্পাদিত কাব্যগ্রন্থ) দুয়ার (সম্পাদিত লিঠলম্যাগ)
তিনি ছোটগল্পে বিশেষ সম্মাননা দৈনিক করতোয়া, অপারাজিত সাহিত্য বিষয়ক কাগজ সম্মাননা ছোটগল্প বগুড়া ২০১৩,শিরোনাম সাহিত্য সম্মাননা, কবিতা নঁওগা ২০১৫,ক্যাপ্টেন মনসুর আলী ফাউন্ডেশন সম্মানন, সংগঠক ঢাকা ২০১৬,কালি কলম সম্মাননা ,কবিতায় হারাগাছ রংপুর ২০১৬।
পাতা প্রকাশ এর অন্যতম এই লেখকের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। পাতা প্রকাশ পরিবার লেখকের দীর্ঘ জীবন ও সফলতা কামনা করেছে।