কবি অমিত সরকারের নুন বাতাসের মাধুকরী
সাংবাদিক শুভদীপ রায়
যিনি এই অক্ষর জলাশয়ে ডুবেছেন তিনিই বুঝবেন এই কাব্যগ্রন্থের অন্তর আলাপ। আসলে যার কথা ভনিতাহীন বলা দরকার তিনি হলেন অগ্রজ কবি অমিত সরকার। চাঁচা এবং স্পষ্টবাক মানুষ যাকে বলা যেতেই পারে। কোনো রকম ন্যাকামোয় তার আশকারা নেই! শুধু বোঝেন – সময়ের সাথে নিজেকে এক অপূর্ব দর্শনের সম্মুখীন হওয়ার তীব্র চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলা। পাঠক এই কাব্যঘনত্বে পেতে পারেন সহস্র বাঁক বদলের ইঙ্গিত। বাস্তব জীবনে তিনি নিজেই একজন ভ্রাম্যমাণ পরিব্রাজক। এখনও শব্দ কুড়িয়ে চলছেন জীবনের দ্রোহে। ভ্রমণ সঙ্গী হিসাবে এই কাব্যসন্তান দোসর হয় অনেক নিষ্ঠাবান পাঠকের । আপনারাও কাছে টেনে নিতে পারেন ন্যাস্টার্টিয়াম ফুলের মত মৃদু মৃদু ঠোঁটের আবহ।