কথা দিয়েছিলাম। আমরা আমাদের কখনো দুঃখ দেবোনা।
তোমার চোখের উঠোনে কখনো জমতে দেবোনা দুঃখের বন্যা ঘোলা জল।
ডুবে হোক সয়লাব সমস্ত গ্রাম, নগর বন্দর , পথঘাট,
অন্য কারো হৃদয়ের বেড়িবাঁধ।
তোমার চোখের কোলাজ দরজা মুখে পাহারা বসিয়ে রাখবো শিকারী মতো।
অশ্রু উঁকি দিতেই কুড়িয়ে নেবো টুপ করে শেফালী কুড়োনোর মতো খিপ্র আংগুল তুলে।
কথা দিয়েছিলাম।
আমরা আমাদের কখনো দুঃখ দেবোনা।
অথচ আজ লেলুপের মতো চেয়ে থাকি তোমার নামের অক্ষর।
আংগুল বাড়াই। ফেরত আসে। কি এক অপরাধ, সংকীর্ণতায়।
আমরা কথা দিয়েছিলাম।
আমরা আমাদের কখনো দুঃখ দেবোনা।
আজ সেই কথা উঠে গেছে আকাশে।
মিশে গেছে নিলীমায়।
অথবা যেন অন্য কোথায়।
আমরা কথা দিয়েছিলাম।
আমরা আমাদের কখনো দুঃখ দেবোনা।
আজ আমরা আমাদের দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারি না।