বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১৪ পূর্বাহ্ন

ও মেয়ে-হেলেন আরা সিডনী

ও মেয়ে-হেলেন আরা সিডনী

ও মেয়ে
হেলেন আরা সিডনী

ও মেয়ে, আর কোনো কথা বলো না
মুখটা বন্ধ করো ; চোখটাও..
যে মনের মানুষ ছিলে তুমি
সে মানুষ আর থেকো না
শুধু মানুষরূপী মানুষের সংজ্ঞা নাও।
তুমি এখন কানে শোনো না কিছু
হয়ে যাও কালা ; বধির
দেখো না চারদিকে মন্ত্রপড়া
সত্যটাকে মিথ্যে বলা
বেঁচে থাকাটাকেও মৃত ভেবে নাও।
ও মেয়ে, কষ্ট পাচ্ছো ; দু:খও..
বোকা মেয়ে সময়ের মানে বোঝো না
ভুলে যাও ; ভুলে যাও
পেছনে ফেলে আসা জীবনের কথা
আলোর দিশা আর খুঁজে পাবে না
কালিমার গা ছমছম
আঁধার কালোয় এখন শুধুই জড়াবে।
ও মেয়ে এখন প্রতি নিয়ত তোমার বুকে
ঠকঠক কাটার হাতুরী পেটানো হবে
তুমি রক্তাক্ত হবে ; বুঝবে না কেউ
অসীম ক্ষমায় কৃত্রিম হাসিতে ভুলবে
ভুলবে কি?? ভুলবি কি মেয়ে নিজেকে??
এক এক করে দিনপন্জিকার পাতায়
গোণা হবে তোমার সময়কাল।
তোমাকে আর কেউ জানবে না
বুঝবে না..বলবে না..দেখবেও না চেয়ে।
ও মেয়ে অভিমানী মনে, সময়ের আগে
সময়কে আপন হাতে নিও না
তোমার অন্তর্যামীর আস্থা আর ভরসায়
সারা জীবনের ধ্যান – ধারনাকে
সুনিবিড় মনে বুকের গহীনে আকড়ে রাখো
ও মেয়ে..মেয়ে, তুমি ভালোবাসার মেয়ে গো
তোমার কষ্টে আকাশ-মেঘ জলে ভাসে
তোমার কষ্টে পাহাড়ের বুক বেয়ে ঝরণা নামে
তোমার কষ্টে স্বার্থপর বুকেই শুধু হিংস্রতা জাগে।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge